টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: উন্মোচন হচ্ছে সম্ভাবনা, বাড়ছে পড়ার সুযোগও

 


টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

আধুনিক যুগে কিভাবে, কে কত দ্রুত এবং কত নিখুঁতভাবে  তথ্য আদান প্রদান করতে পারে সেটাই হয়ে দাঁড়িয়েছে মূল লক্ষ্য। এ জন্য নতুন নতুন

মাইক্রো ডিভাইসসহ তৈরি হচ্ছে আকর্ষণীয় সব ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন প্রোজেক্ট। এরই ফলশ্রুতিতে, টেলিকমিউনিকেশন তথা

টেলিযোগাযোগ সকলের কাছে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।  

ইঞ্জিনিয়ার দের চাকরির ক্ষেত্র সমূহঃ

যুগের ধারাবাহিকতায়, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই। আমাদের দেশে গড়ে উঠেছে বড় বড় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান।

এর মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, টেলিটক বাংলাদেশ, গ্রামীণফোন, এয়ারটেল বাংলাদেশ, রবি, সিটিসেল, বাংলালিংক ইত্যাদি কোম্পানির পাশাপাশি বিটিসিএল,

মীর টেলিকম, এডিএন, মেট্রোনেট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, অনিক টেলিকম ইত্যাদি অন্যতম। 

এসব কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি পেলে, ক্যারিয়ারে আর পিছনে ফিরে দেখতে হবে না। আর, এজন্যই আপনি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়েক্যারিয়ার গড়তে পারেন। 

কেমন হতে পারে একজন সিভিল ইঞ্জিনিয়ারের আয়ঃ

কর্মজীবনের শুরুতে একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের আয় প্রতিষ্ঠান ভেদে ৩০,০০০ টাকা থেকে শুরু করে ৪০,০০০ টাকার মতো হতে পারে।

তবে সময়ের সাথে সাথে দক্ষতা ও অভিজ্ঞতার অর্জনের সাথে বেতন ও পদমর্যাদা দুটিই বাড়তে থাকবে ।

উচ্চ শিক্ষার সুযোগঃ

ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি প্রতিষ্ঠান যেমনঃ DUET, AMIE, IEB ইত্যাদিতে উচ্চশিক্ষা ও প্রশিক্ষন গ্রহণের সুযোগ রয়েছে।

এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।

🔴 ভর্তির যোগ্যতাঃ

🔷 এস.এস.সি/ O Level/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত পাশ। ন্যূনতম জিপিএ ২.০০।

🔴 অনলাইনে ভর্তির আবেদন লিংকঃ http://admission.dti.ac/

🔴 বিশেষ সুবিধাঃ 🔷 নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস 🔷 ল্যাপটপ ফ্রি*

🔷 বৃত্তির ব্যবস্থা 🔷 ফ্রি বই 🔷 ছাত্রীদের জন্য ৫০% ছাড় 🔷 ড্যাফোডিল ফাউন্ডেশনের শতভাগ পর্যন্ত বৃত্তি 🔷 হোস্টেল সুবিধা 🔷 নিজস্ব বিশ্ববিদ্যালযয়ে B.Sc পড়ার সুযোগ 🔷 ইন্টার্ণশিপ/ চাকরির সহায়তা

🔴 বিশেষ বৈশিষ্ট্য সমূহঃ 🔷 দেশের একমাত্র পূর্নাঙ্গ ডিজিটাল পলিটেকনিক।

🔷 নিজস্ব অনলাইন এডুকেশন প্লাটফর্ম এ শতভাগ ক্লাস/ পরীক্ষা / গ্রুপ অ্যাসাইনমেন্ট করার সুবিধা।

ভর্তির বিস্তারিত জানতে

Call/ WhatsApp: 01713493267, 01713493289, 01713493289, 01713493187

** শুক্রবার সহ প্রতিদিন ভর্তি অফিস খোলা। **

স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা।

কলাবাগান ক্যাম্পাসঃ ৬৪/৬, লেক সার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা।


Comments

Popular posts from this blog

SSC পাশের পরই হোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা। PH: 01713493267

ড্যাফোডিল পরিবার পরিচালিত অন্যতম পলিটেকনিক ইনস্টিটিউট ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)’তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮-১৯ সেশনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে। Ph: 01713493267