ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত হোক ডিজিটাল মার্কেটিং-এ
ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্যারিয়ার। বর্তমান সময়ে চারদিকে ডিজিটাল মিডিয়ার যে বিপ্লব চলছে তাতে ধরে নেওয়া যায় মার্কেটিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম হতে যাচ্ছে কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় টার্গেট। প্রায় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের মার্কেটিং কমিউনিকেশনকে ডিজিটাল আত্মপ্রকাশ নিয়ে অনেক বেশি সিরিয়াস। অন্যদিকে বর্তমানে তরুণরা ক্যারিয়ার গড়তে ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী।
ডিজিটাল মার্কেটিংয়ের ধরন:
ওয়েবসাইট
এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
ইন্টারনেট ব্যানার অ্যাড
ইমেইল মার্কেটিং
ভিডিও মার্কেটিং
পে পার ক্লিক (PPC) মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Twitter, LinkedIn, etc.)
মোবাইল মার্কেটিং (SMS, MMS, etc.)
ডিজিটাল মার্কেটিং প্রথাগত অফলাইন মার্কেটিং পদ্ধতির চেয়েও আরও বেশি সাশ্রয়ী হয়। ই-মেইল বা একটি সোশ্যাল মিডিয়া অ্যাড একটি টিভি – বিজ্ঞাপন বা সংবাদপত্র অ্যাড এর চেয়ে কম খরচ। তাছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাড পৃথিবীর যে কোনো প্রান্তে বহু সংখ্যক সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছতে পারে।
উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করে ড্যাফোডিল পরিবারের অন্যতম প্রতিষ্ঠান ও দেশের শীর্ষ আইটি প্রশিক্ষণপ্রদানকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) সবার জন্য ডিজিটাল মার্কেটিং-এ বিশেষ বৃত্তিসহ ট্রেনিং প্রদান শুরু করছে যা সবার জন্য উন্মুক্ত।
যোগাযোগে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫। ফোনঃ ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭ এবং০১৭১৩৪৯৩২৩৩
Web: http://www.dipti.com.bd
Vourse fee??
ReplyDelete